ফুটবলের মেয়েরা সফল পড়াশোনাতেও



মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফজয়ী মেয়েরা ফুটবল মাঠের মতোই পড়ালেখার টেবিলেও কম যায় না। সে দলের পাঁচ ফুটবলার এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে ভালোমতোই।

কেবল ফুটবলই নয়, পড়াশোনাতেও কম যায় না বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ মেয়েরা। গত ডিসেম্বরে সাফের শিরোপা ঘরে তুলে দেশকে গর্বিত করা মেয়েদের পাঁচজন এসএসসি পরীক্ষায় পাস করেছে বেশ ভালোভাবেই।
পড়ালেখা আর খেলাধুলা নাকি একসঙ্গে হয় না। কথাটি যে ভুল, তা প্রমাণ করে দিয়েছে নারী ফুটবলাররা। সারা বছর ক্যাম্পে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনাটাও তারা করেছে ঠিকমতোই।
গত বছর ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের পর এক মাস হাতে পেয়েই বাজিমাত করেছে মেয়েরা। নাজমা খাতুন, নীলুফা ইয়াসমিন,

আনুচিং মগিনী, মনিকা ও রুপা—ফুটবল মাঠের মতোই পড়ালেখাতেও এরা কম যায় না।
সারা বছর খেলা নিয়ে পড়ে থাকার পরেও কীভাবে ভালো রেজাল্ট করা সম্ভব? প্রশ্নের উত্তর দিয়েছে ডিফেন্ডার নাজমা খাতুন বলে, ‘আমি প্রতিদিনই ঘুমানোর আগে একটু করে পড়তাম। আর পরীক্ষার মাঝে যে ছুটি ছিল, তখন বেশি করে পড়েছি। কষ্ট করেছিলাম। তার ফলও পেয়েছি।’

Comments

Popular posts from this blog

ওহাবী কওমী মাদরাসার ত্রিশালে "মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা"শিক্ষক গ্রেফতার "

যে নাম গুলো ইসলামে হারাম, ভুলেও আপনার সন্তানের এই নাম গুলো রাখবেন না

দৌলতপুরে মাদক ব্যবসায়ী টুটুল ইয়াবা সহ আটক