Posts

কালো নারীর পণ :শীবু শীল শুভ্র

Image
কালো নারীর পণ  শীবু শীল শুভ্র    কাননে সারি সারি পাখির মেলা সবাই করছে কতো কলরব! তোমার মাঝেই কিছুটা স্বস্তি নিলীমা এ যে নিয়তির খেলা। কালো তুমি ছিলে ভালো আমার-ই নয়নের মণি! দেহের কালোতে তুমি মৃণ্ময়ী জ্বালিয়ে দিয়েছিলে নিজ সংসারের আলো। কালো নারীর শোভা বুঝে কয় জনা কালো বলে নর করিও না অবহেলা! নিলীমাকে দেখিয়া পাত্র বাড়ায় পণের টাকা পণ ছাড়া কালো নারীকে, কে করিবে বিয়া? পাত্র মশাই করিবে ঠিক বিয়া যদি না বাড়ে পণের টাকা! পাত্রের বাবা পাত্রীর বাবাকে আড়ালে ডাকিয়া ৫ভরি স্বর্নে নগদ টাকায় চলে রফাদফা। নিলীমার বাবা নত স্বরে বেয়াই মশাই - ৩ভরি স্বর্ন দিবো অকাতরে। পাত্রের বাবা ছেলেকে করাবে, সুন্দরী নারীর সাথে বিয়া কালো নারীর পণ, যদি না দিতে পারো দিয়া? কণ্যার পিতা না পায় ভাবিয়া অবশেষে বলে, বেয়াই মশাই সব দিব বুঝাইয়া! পাত্রের বাবার অট্টহাসি কে দেখিবে কালো মেয়ে দায় নাকি সকল পরিবারের। বি.দ্র:-  [ কালো মেয়ে বর্তমান সমাজে কণ্যার বাবার দায়,,  এই রকম চিন্তা আমাদের পরিবর্তন করতে

দৌলতপুরে মাদক ব্যবসায়ী টুটুল ইয়াবা সহ আটক

Image
দৌলতপুরে মাদক ব্যবসায়ী টুটুল ইয়াবা সহ আটক সেপ্টেম্বর, ১৮, ২০১৮, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে টুটুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে দৌলতপুরে থানা পুলিশ। অাটককৃত টুটুল উপজেলার দৌলতপুর সদর ইউনিয়ের গবড় গাড়া গ্রামের কেরুমুল্লার ছেলে। পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে তার দেহ তল্লাশি চালালে তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে এলাকাবাসী জানান, টুটুল প্রায় ৩ বছর যাবত মাদক ব্যবসা করে আছে বিভিন্ন ভাবে যা লোক চক্ষুর আড়ালে ছিলো কিন্তু সাম্প্রতিক সময়ে তার দোকানে যখন দেশের বিভিন্ন এলাকায় থেকে প্রতিদিন বিকালে বড় বড় মটোরসাইকেলে মানুষ আসে কিছু সময় পরে চলে যায় এবং বিভিন্ন মানুষের সামনে পড়ে তার মাদক ব্যবসার দৃশ্য। এলাকাবাসী দাবি করেন তার পরেও থেমে নেই তার ব্যবসা ঠিক চালিয়ে যাচ্ছে ব্যবসা এলাকার প্রতিটা যুবকের হাতে হাতে টুটুল তুলে দিচ্ছে গাজা ও ইয়াবা আপনারা যাচাই করে দেখতে পারেন, গবড় গাড়া,মশাউড়া, দাড়ের পাড়া, দৌলতখালী প্রায় যুবক তার কাছে থেকে মাদক গ্রহন করে সে খুব চালাক তাই ছোট ছোট ছেলেদের দিয়ে তার খুচরা মাল বিক্রয়

সর্বশেষ আপডেট

Image
জেরুজালেমে মার্কিন দূতাবাস চালু করার আগেই বিক্ষোভকারী ফিলিস্তিনিদের উপর ইসরাইলী সেনারা বর্বরভাবে গুলি চালিয়েছে।এই অমানবিক ও পৈশাচিক হামলায় আল জাজিরার তথ্য অনুযায়ী এই পর্যন্ত ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর আহত হয়েছেন আরো ১৬৯৩ জন। আহতদের মধ্যে ৭৪ জনের বয়স ১৮ বছরেরও কম, মহিলা আছেন ২৩ জন আর সাংবাদিক আছেন ৮ জন। আজ বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন।  আর কিছু সময় পর, জায়নবাদী ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার অংশ হিসেবে মাকির্ন যুক্তরাষ্ট্রের দূতাবাসটি তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে।  বিশ্ব নেতৃবৃন্দের তীব্র আপত্তির মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুষ্ঠানে যোগ না দিলেও তার কন্যা এবং এই মুহুর্তে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী নারী ইভাংকা ট্রাম্প ইতোমধ্যেই ইসরাইলে পৌছেছেন। ১৯১৭ সালের ২ নভেম্বর বালফোর ডিক্লেরেশনের মাধ্যমে ইসরাইল নামক যে ইহুদী রাষ্ট্রের বীজ বোপন শুরু হয়, ১৯৪৮ সালে ইসরাইলের ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হয়। ১৯৬৬-৬৭ সালের যুদ্ধে আরব জাতীয়তাবাদী শক্তি ইসরাইলের কাছে পরাজয় বরন করার মধ্য দিয়ে

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রসঙ্গে জবি শিক্ষক নাসির!

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন দৈনিকে প্রচারিত একটি বিজ্ঞাপণ বিজ্ঞপ্তি দেখে আমি বিস্মিত হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চলমান বিষয় নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। একদিকে পত্রিকান্তরে প্রকাশিত ভিসি পক্ষের শিক্ষকদের সক্রিয় তৎপরতা অপরপক্ষে দ্রুততার সাথে বিভাগের ওয়েবসাইট থেকে আমার নাম মূছে ফেলার প্রবণতা একান্তই বিদ্বেষপ্রসূত। আমি সুবিচার পাইনি বলে ইতোমধ্যে সিণ্ডিকেট সভাপতি বরাবর সাতাত্তরতম সিণ্ডিকেটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার পর এহেন তৎপরতা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে আমি মনে করি। তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার শেষ করার ঘোষণা দিলেও কর্তৃপক্ষ আমার কোন প্রকাশনা চীনের আর্টিকেল এর সাথে সম্পর্কিত তা আজ অবধি আমাকে জানাতে পারেনি। বার বার অপ্রকাশিত ও প্রত্যাহারকৃত লিখা বিচারে এনে চাকুরীচ্যুতির মতো নজীরবিহীন সিদ্ধান্ত কিসের ইঙ্গিত বহন করে তা সকলের কাছে স্পষ্ট। আমি মনে করি পত্র পত্রিকায় বিজ্ঞাপনের পিছনে এভাবে অহেতুক অর্থ ব্যয় না করে ঐ অর্থে নকল পরীক্ষার সফটওয়্যার আমার সহকর্মীদের ব্যবহারের জন

মা দিবসে একি ঘটালেন ছেলেগুলো।

Image
সবাইকে মা দিবসের শুভেচ্ছা। সকল সন্তানেরা মায়ের হয়ে থাকুক। 

মুসলমানদের কালেমার অবমাননা করায় বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করেছে মুসলমানরা।

Image
আন্তর্জাতিক ডেস্ক- জার্মানিতে বিয়ারের বোতলের সিপি করা হয়েছে কালিমাখচিত সৌদি পতাকা দিয়ে। মুসলমানদের কালেমার অবমাননা করায় বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করেছে মুসলমানরা। বার্লিনের সৌদি দূতাবাসও জার্মানির ওই কোম্পানির নিন্দা করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদির পাতাকা ও কালিমাতুত তাওহিদকে অবজ্ঞা করার কারণে কোম্পানির যথাযথ শাস্তি দিতে হবে। এর পরই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরলে বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ক্ষোভ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায়। সৌদি গণমাধ্যম জানায়, বিশ্বজুড়ে মুসলমানদের হেয়প্রতিপন্ন করার জন্য জার্মানের ‘ইচবাম’ মদের কোম্পানি তাদের বোতলের সিপির উপরে ‘কালিমাতুত তাওহিদ; লা ইলাহা ইল্লাল্লাহ’ খচিত সৌদির পতাকার সিল যুক্ত করেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিশ্বব্যাপী ওই পণ্যটি বর্জনের আহ্বানও জানানো হচ্ছে টুইটারে। অনেকে আবার এ গর্হিত কাজের জন্য জার্মান সরকারকে ওই কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে আহ্বান জানায়। সৌদি আরবের আবু উইন নামের এক ব্যক্তি টুইট করে বলেন, ইসলামের বিধান অনুযায়ী মদ কবিরা বা বড় গুন

অশান্তির কি কারণ!

Image
আজকে সমাজের দিক তাকালে বিভিন্ন সংগঠন চোখে পড়ে। যেমন নারী অধিকার আন্দোলন, সম অধিকারের নামে নারীর ক্ষমতায়ন । বিভিন্ন ভাবে নারীর অধিকার দিতে সমাজের সুশীল সমাজ সোচ্চার। সত্যি কি তাঁরা নারীর অধিকার দিতে পেরেছে? নাকি নারীবাদীর নামে নারীকে পণ্য করার একমাত্র ফন্দি সমাজের কাছে জানতে ইচ্ছে করে। আজকে কিছু না হলেই ধর্মের উপর দিয়ে সব চালিয়ে দেওয়া হচ্ছে । ধর্মের এই দোষ সেই দোষ! আরোও কত কি! আফসোস লাগে সেইসকল মুক্তমণা নারী পুরুষদের জন্য। ইসলাম নারীকে কি দিয়েছে? অনেকের প্রশ্ন! শুনবেন ইসলাম নারীকে কি দিয়েছে। তাহলে শুনেন - আজ থেকে চৌদ্দশত বছর আগে পৃথিবীতে নারীদের অবস্থা কেমন ছিলো আপনারা অনেকেই জানেন। না জানলে জেনে নিন। তখনকার সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ। কেনো বলা হতো? কি তাঁর কারণ! তখনকার সময়ে নারীদের কলঙ্ক মনে করা হতো। মেয়ে বাচ্চাদের জীবিত মাটির নিচে পুঁতে ফেলতো। অকারণেই হত্যা করা হতো নিষ্পাপ শিশু মেয়েদের। এখন অধিকার নিয়ে আন্দোলনের জন্য রাস্তায় নামেন! নির্লজ্জের মত বেহায়াপনাকে আধুনিকতার নামে চালিয়ে দিতে চান।  তখনকার সময় নারীদের বেঁচে থাকাটাই ছিলো করুন অবস্থা। বলতে ছিলাম ইসলাম নারীকে কি দিলো।