জবিতে ১০ম ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত

জবি প্রতিনিধি :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক পরিচালিত ‘ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব’ এর উদ্দোগে ‘সেইভ দ্যা ফ্রগ’ সংগঠনের সহযোগিতায় ১০ম ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মে)সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাথে পুরান ঢাকার বিভিন্ন স্কুল-কলেজ একত্রিত হয়ে একটি বিশাল র‌্যালী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্তর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষন করে। র‌্যালী শেষে বিভাগীয় মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাঙের ভূমিকা এবং ব্যাঙ সংরক্ষনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও দিনটি পালিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রতিযোগিতা এর আয়োজন করা হয়েছে।

ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জোহরা জাবী, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে একই স্কুলের শিক্ষার্থী রিজিতা দাস ও ইসরাত জাহান। তাছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের রাতুল দত্ত। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাজনাহার আক্তার ঊর্মি এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন একই স্কুলের শিক্ষার্থী পাপড়ি ভদ্র। এছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন তানভীর মেহেদী শেভন, ২য় স্থানে জবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন জাদিদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউসিএন বাংলাদেশ এর প্রকল্প পরিচালক মোঃ শাহাদ মাহাবুব চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় সহযোগী অধ্যাপক আব্দুলাহ আল-মাসুদ, ড. দোলন রায়, সহকারী অধ্যাপক শ্রীমান দিলীপ কুমার দাশ, ড. উম্মে হাবিবা খাতুন, ড. হাবিবুননাহার, সুমাইয়া আহমেদ, মোঃ আসাদুজ্জামান রিপন, সাখাওয়াত হোসাইন, ফারজানা ইসলাম, মেহেদী হাসান, ড. রোমানা তাসমিন, সাবরিনা শেহরিন, আমির হোসাইন এবং প্রভাষক জনাব মাসুদ রানা।


Comments

Comments

Popular posts from this blog

ওহাবী কওমী মাদরাসার ত্রিশালে "মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা"শিক্ষক গ্রেফতার "

যে নাম গুলো ইসলামে হারাম, ভুলেও আপনার সন্তানের এই নাম গুলো রাখবেন না

দৌলতপুরে মাদক ব্যবসায়ী টুটুল ইয়াবা সহ আটক