মানুষ মানুষের জ‌ন্যে, জীবন জীব‌নের জ‌ন্য


রংপুর জেলার, বদরগঞ্জ উপ‌জেলার ১৫ নং লোহানী পাড়া ইউ‌নিয়‌নের কাঁচাবা‌ড়ি মিচ‌কিন পাড়ার এক দিনমজুর মোঃ মহুদুল হক। সন্তান‌দের লেখাপড়া ও ৬ সদ‌স্যের সংসা‌রে দু'মু‌ঠো অন্নের যোগান দি‌তে পা‌ড়ি জমায় ঢাকার সাভা‌রে। সেখা‌নে সে ক‌রে‌ দিনমজু‌রের কাজ আর তার স্ত্রী কাজ নেয় এক‌টি জুতা তৈরীর কার খানায়।

‌সেখানেই তার বড় মে‌য়ে ম‌নিরার দে‌হে বাসা বাঁ‌ধে মরণ ব্যা‌ধি ব্লাড ক্যান্সার। জমা‌নো টাকায় যৎসামান্য চি‌কিৎসা ক‌রে কোনো উপায় না দে‌খে সে মে‌য়ে‌কে নি‌য়ে আ‌সে তার গ্রা‌মের বা‌ড়িতে।

তার মেয়ে এখন গ্রা‌মের বা‌ড়িতেই বিছানায় শুই‌য়ে শুই‌য়ে মৃত্যুর প্রহর গুন‌ছে। আমরা কি পা‌রিনা আমা‌দের দৈন‌ন্দিন হাত খর‌চের সামান্য টাকা বাঁচি‌য়ে ম‌নিরার জীবণটা বাঁচা‌তে? য‌দি না পা‌রি ত‌বে কি‌সের আমরা সামাজিক জীব?
আমার ফেজবুক বন্ধু ও সকল ফেজবুক ব্যবহার কারী‌দের কা‌ছে আকুল আ‌বেদন, যে যা পা‌রেন মুক্ত হ‌স্তে দান করুন। আর এই পোস্ট‌টি দয়া ক‌রে শেয়ার করুন। আপনী না পার‌লেও তো আর অন্যজন পার‌বে। আপনার শেয়ার দে‌খে কেউ দান কর‌লে আপ‌নিও হ‌বেন সেই দা‌নের সমান অংশীদার।


Comments

Popular posts from this blog

ওহাবী কওমী মাদরাসার ত্রিশালে "মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা"শিক্ষক গ্রেফতার "

কালো নারীর পণ :শীবু শীল শুভ্র

জবিতে ১০ম ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত