জবি ভিসির পল্টিবাজী! শিক্ষকদের আতসবাজী




জবি সংবাদদাতা ॥ অপসারণকৃত জবি শিক্ষক নাসির উদ্দিনের চাওয়া পাওয়াকে গুরুত্বের সাথে বিবেচনা করার প্রেক্ষিতে তার চাকরিচ্যুতের আদশে পুর্নবিবেচনা করা হবে এমনটা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তবে সিন্ডিকেট সভা ছাড়া তার একক কোন সিদ্ধান্তে কাজ হবে না বলেও জানান তিনি। এজন্য অভিযুক্ত ব্যক্তিকে একটি আবেদন করতে হবে। তার আবেদনের প্রেক্ষিতে পরবর্তী নিন্ডিকেট সভা সিদ্ধান্ত নিবে যে নাসিরকে চাকুরিতে পুনবহাল করা যায় কি না এমনটাই জানিয়েছেন তিনি।

এদিকে জবির এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষক অপসারণকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উপাচার্যের ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পক্ষান্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এক সপ্তাহ ধরে চলমান ক্লাস, পরীক্ষা বর্জনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বৈঠকে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমেদকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে প্রশাসন। এ লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।
উপাচার্য আরও জানান, নাসির উদ্দিন আহমেদ স্যারের ক্যাম্পাস এবং ক্লাসে আসার ব্যপারে কোন বিধিনিষেধ নেই। সেই সঙ্গে আন্দোলনের সময় যে সব পরীক্ষা বর্জন করা হয়েছে সে সব পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে এবং আন্দোলনরত শিক্ষার্থী যেন কেউ কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেটির নিশ্চয়তাও দেন তিনি।

Comments

Popular posts from this blog

ওহাবী কওমী মাদরাসার ত্রিশালে "মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা"শিক্ষক গ্রেফতার "

যে নাম গুলো ইসলামে হারাম, ভুলেও আপনার সন্তানের এই নাম গুলো রাখবেন না

দৌলতপুরে মাদক ব্যবসায়ী টুটুল ইয়াবা সহ আটক