সর্বশেষ আপডেট

জেরুজালেমে মার্কিন দূতাবাস চালু করার আগেই বিক্ষোভকারী ফিলিস্তিনিদের উপর ইসরাইলী সেনারা বর্বরভাবে গুলি চালিয়েছে।এই অমানবিক ও পৈশাচিক হামলায় আল জাজিরার তথ্য অনুযায়ী এই পর্যন্ত ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর আহত হয়েছেন আরো ১৬৯৩ জন। আহতদের মধ্যে ৭৪ জনের বয়স ১৮ বছরেরও কম, মহিলা আছেন ২৩ জন আর সাংবাদিক আছেন ৮ জন। আজ বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। আর কিছু সময় পর, জায়নবাদী ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার অংশ হিসেবে মাকির্ন যুক্তরাষ্ট্রের দূতাবাসটি তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে। বিশ্ব নেতৃবৃন্দের তীব্র আপত্তির মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুষ্ঠানে যোগ না দিলেও তার কন্যা এবং এই মুহুর্তে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী নারী ইভাংকা ট্রাম্প ইতোমধ্যেই ইসরাইলে পৌছেছেন। ১৯১৭ সালের ২ নভেম্বর বালফোর ডিক্লেরেশনের মাধ্যমে ইসরাইল নামক যে ইহুদী রাষ্ট্রের বীজ বোপন শুরু হয়, ১৯৪৮ সালে ইসরাইলের ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হয়। ১৯৬৬-৬৭ সালের যুদ্ধে আরব জাতীয়তাবাদী শক্তি ইসরাইলের কাছে পরাজয় বরন করার ...